নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ১৩ একরের উপর দাড়িয়ে থাকা ছোট্ট ক্যাম্পাসটিতে রয়েছে ১৫টির ও বেশি সচল ক্লাব।
নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব, নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি, নিটার ডিবেটিং সোসাইটি, নিটার ক্যারিয়ার ক্লাব, নিটার কম্পিউটার ক্লাব সহ আরো বেশ কয়েকটি ক্লাব রয়েছে যারা কিনা অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যে সারাবছরই নানা ধরনের কর্মসূচি চালিয়ে যায়।
পূর্বের দিনগুলোতে, নিটারের ক্লাবগুলো বরাবরই সারাবছর নানা ধরনের কার্যক্রম চলমান রাখলেও বর্তমানে কর্তৃপক্ষের নানা নিয়ম, অনুমতির বেড়াজালে পড়ে ক্লাবগুলোর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর পিছনের কারন হিসেবে ক্লাবগুলোর সদস্যরা মনে করেন কোনো একটা ক্লাবের একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য যতোটুকু অর্থ প্রয়োজন ক্লাবগুলো নিটার কর্তৃপক্ষের কাছ থেকে সেই পরিমাণ অর্থ পায় না, আবার সেই অর্থ নিতে হলেও প্রয়োজন হয় ব্যাংক একাউন্টের। পাশাপাশি বর্তমানে ক্যাম্পাসে কোনো একটি প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে কমপক্ষে একমাস (০১) আগে অনুমতির জন্য আবেদন করতে হয় যেটি সাধারণ শিক্ষার্থীদের নিকট একপ্রকার জুলুম ও হেনস্তার সমতুল্য। এছাড়া কমিটির অনুমোদন নেওয়ার ক্ষেত্রে ও ক্লাবগুলোকে ভালো বেগ পোহাতে হয়।
সবকিছু মিলিয়ে ক্লাবগুলো এইসকল একের পর এক ধাপ অতিক্রম করতে করতে অনেক সময় মূল উদ্দেশ্যের পথ থেকেই সরে যায় ফলে নেমে আসে স্থবিরতা। এমতবস্থায়, সকল ক্লাব সদস্যদের দাবি যেন ক্লাবগুলোকে তাদের নিজেদের স্বাধীন মতো কাজ করতে দেওয়া হয়, পাশাপাশি আর্থিকভাবে সহয়তা করে ক্লাব কার্যক্রম পরিচালনা পথ সুমসৃণ করে দেওয়া হয়।#
Leave a Reply