এইবেলা, জুড়ী::
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান বলেছেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল যেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক ফায়দার জন্য অর্থাৎ তাদের স্বার্থে আঘাত পড়েছে, এমন কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে না পারে। সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।’
তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান আরো বলেন, ‘যে যে রাজনৈতিক দলেরই হোন না কেন; ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সবার ঊর্ধ্বে। তাই ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক তুরুপের তাস হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, গোবিন্দপুর কালীবাড়ি দূর্গামন্দিরের সভাপতি যতিন্দ্র বিশ্বাস, সোনারূপা চা বাগান দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পাল, সাধারণ সম্পাদক সুমন রুদ্র পাল প্রমুখ।
এর আগে জেলা জামায়াত ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply