আল আমিন আহমদ : বড়লেখায় রোববার সন্ধ্যায় বিভিন্ন পুকুর ও নদীঘাটে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার তালিমপুর ইউনিয়নের মড়মায়দান, বাংলাবাজার, বাগিরপার, শাহবাজপুর, বড়লেখা সদর, পকুয়া, বড়লেখা পৌরসভা এলাকায় বিভিন্ন ব্যক্তিগত পুকুর ও নদীঘাটে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল ও ঢাকঢোলের বাজনার সাথে দেবী বন্দনার গানের মাধ্যমে প্রতীমা বিসর্জন দেওয়া হয়েছে।
উপজেলার নিউ সমনবাগ চা বাগানের দূর্গামÐপের প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম। এসময় বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্ধ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ ভর, পূজা পরিচালনা কমিটির উপদেষ্ঠা গঙ্গেশ রঞ্জন দেব, সভাপতি নারায়ন কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে গত ৭ দিন ধরে বিজিবি পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে। পূজা কমিটির সমন্বয়করাসহ সকলের সার্বিক সহযোগিতায় ও নজরদারির কারণে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply