নবীগঞ্জ প্রতিনিধি ::: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জানুয়ারি) ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনতা ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের এজিএম শুভাশীষ চক্রবর্তী।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খ্যতিমান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাস -এঁর স্মরনে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ইউসিবি ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক ম্যানেজার মোহিত ভট্টাচার্য, নবীগঞ্জ গণপাঠাগারের গ্রন্থাগারিক সুভাষ চন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব দেব, হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আসাদ ইকবাল সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক রাসমোহন দাশ, সাবেক মেম্বার রবীন্দ্র কুমার দাশ মিঠু, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, কাজল দাশ, পার্থ দাশ গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ, দীপ দাশ, শাওন দাশ প্রমুখ।
বক্তাগণ বলেন- আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প কিছু নেই। সবুজ শ্যামল গাঁয়ে এমন সমৃদ্ধ গ্রন্থাগার শুধু পাঠকের পাঠের চাহিদাই পূরণ করবে না, বইয়ের প্রতি পাঠককে মানসিকভাবে উজ্জীবিত করবে এর পরিবেশ। আলোকিত মানুষ তৈরিতে গ্রন্থাগারের বিকল্প নেই। সবার উচিত এমন সমৃদ্ধ গ্রন্থাগারে এসে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করা। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ গড়ার সৈনিক। তাই ছাত্র ছাত্রীরা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন মোট ৩১জন শিক্ষার্থীকে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সংবর্ধনা, বই উপহার ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply