এইবেলা, বড়লেখা::
জুড়ী উপজেলায় অপরাধ প্রতিরোধে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে ব্যবসায়ী সমিতি ও পুলিশের যৌথ উদ্যোগে শনিরার (১৫ ফেব্রুয়ারি) রাতে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, হালিম অ্যান্ড সন্স রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, রুমেক মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি মোঃ মাসুক মিয়া, ইলিয়াছুর রহমান, শফিক মিয়া সহ আরো অনেকেই। সভায় অংশগ্রহণকারীরা ঘনঘন চুরি ঠেকাতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আলোচনায় মূলত ব্যবসায়ীদের অপরাধ দমন কার্যক্রমে অংশগ্রহণ, রাস্তার নিরাপত্তা বাড়ানো, পর্যাপ্ত আলো স্থাপন এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। সভায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি চুরির ঘটনা উদ্ঘাটন এবং আসামীদের গ্রেফতারে ভূমিকা রাখার জন্য জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা হয়।
সভায় স্থানীয় গণমাধ্যমের অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন, যারা আলোচনার মূল বিষয়বস্তু সংগ্রহ করে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় সিরাজ মিয়াকে, যিনি নিজ উদ্যোগে গ্রাম এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলোর ব্যবস্থা করেছেন। তার এই উদ্যোগ রাতের বেলায় নিরাপত্তা জোরদার করেছে এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।
সভা শেষে ব্যবসায়ী সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ও উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply