নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: ‘তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশেথ এই প্রতিপাদ্যকে সামনে রেখেনওগাঁর আত্রাইয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়, যা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন ;ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে।
প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, জাতীয় ভোটার দিবসের মাধ্যমে আমরা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। নতুন ভোটারদের নিবন্ধন এবং সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও আমাদের লক্ষ্য। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭৪৬২২ জন,তার মধ্যে পুরুষ ভোটার ৮৯১০৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৮৫৫১০ জন ও হিজড়া ২ জন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন,পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমানসহ সরকারি কর্মকর্তা- কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply