জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: মৌলভীবাজার জেলার জুড়ীতে জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক হারিস মোহাম্মদ জুড়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, সোমবার (৭ এপ্রিল) একটি জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক হারিস মোহাম্মদের উপর অতর্কিত হামলা করে পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেম ও তার ভাই মাসুক মিয়া। হামলার পর সাংবাদিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও জুড়ী থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় হারিস মোহাম্মদ জুড়ী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে হারিস মোহাম্মদ বলেন, একটি পারিবারিক জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছি। জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে যুবলীগ নেতা আবুল কাশেম ও তার ভাই আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। আবুল কাশেম তার আপন ভাগ্নীকে ধর্ষণের দায়ে মামলা হলে জেলে যায়। এবিষয়ে নিউজ করায় আমার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে। ওই দু’ভাই ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে মিছিলে অংশ নেয়।
এবিষয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply