এইবেলা ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল ১০ টা ৪৭ মিনিটের সময় কুলাউড়া পোর শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। মরহুমের জানাজার ১ম নামাজ আজ সন্ধ্যা ৭ টার সময় ব্রাহ্মণবাজার বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে ও জয়পাশা হযরত শাহ কামাল (রহ) ঈদগাহ ময়দানে রাত ০৯ ঘটিকার সময় ২য় জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে
মোটরসাইকেল আরোহি পৌরসভার জয়পাশা গ্রামের হাফিজ ক্বারী মো. আবুল কালাম আজাদ। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমামের দায়ীত্বে ছিলেন।
জানাজায়, ওই দিন সকাল মক্তবে পড়ানো শেষে বাড়ীতে যাওয়া পথে ট্রাককে অতিক্রম কালে অপরদিক থেকে বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে ছিটকে পড়েন। এতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই সাদেক মিয়া জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোস্টমেটাম ছাড়া লাশ হস্থান্তর করা হয়েছে। দূর্টঘনাস্থল থেকে ১টি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply