জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আনসার ভিডিপি’র অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১০দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার(১৫ই অক্টোবর)দুপুরে স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। অন্যান্যের মধ্যে আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক আব্দুল মালিক, উপজেলা আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার সাইফুর রহমানসহ ইউনিয়ন লিডারগণ উপস্থিত ছিলেন। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দশটি গ্রামের ১৫০ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাইকৃত ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ ৬৪ জনের অংশগ্রহণে গত ৪ অক্টোবর প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদপত্র, নগদ এক হাজার টাকা ও আনসার উন্নয়ন ব্যাংকে পাঁচশ টাকার শেয়ার প্রদান করা হয়। উক্ত ১০ দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমদ চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা মীর আলতাফ হোসাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ইমরান হোসাইন, জুড়ী- বড়লেখা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমূখ। আনসার ভিডিপি কর্মকর্তা শীতা রাণী দত্ত জানান, এই ১০ দিনের প্রশিক্ষণার্থীগণ সরকারি খরচে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে এমন ৪০ টি বিষয়ের উপর তারা প্রশিক্ষণ নিতে পারবে এবং অংশগ্রহণ করিলে তাদেরকে সনদসহ ভাতা ও প্রদাণ করা হয়ে থাকে।
Leave a Reply