এইবেলা ডেস্ক :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিন বোলার নাসুম আহমেদ’র বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুম আহমেদের সাথে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে সিলেটের হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন।
নাসুমের বাবা আক্কাস আলী বলেন, বাবা হিসেবে আমার চাই শুধু নাসুম বড় কিছু হোক। অন্য কিছু আমার প্রয়োজন নেই।
স্থানীয় ও আত্মীয়দের কথায়, নাসুমের পরিবারের সঙ্গে সম্পর্ক প্রথমে ভালো থাকলেও তার বিয়ের পর পরিবর্তন এসেছে। যিনি রিকশা চালানো থেকে শুরু করে সবজি বিক্রি, রঙের কাজ করে নাসুমকে পড়ালেখা করিয়েছেন এবং জাতীয় দলের ক্রিকেটার বানিয়েছেন, তিনি এখন ছেলে থেকে দূরে।
নাসুমের চাচা লুবন মিয়া বলেন, আমাদের ভাতিজার প্রতি অনেক মায়া আছিল কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হয়েছে আমরা বুজতে পারছি না।
নাসুমের বেড়ে উঠা জালাবাবাদ আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, নাসুমের বাবা রিকশা চালানো থেকে শুরু করে বাড়িতে গিয়ে রঙের কাজ, সবজি বিক্রি করে তাকে পড়িয়েছেন, বাংলাদেশ দলের একজন খেলোয়াড় বানিয়েছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তার মা মারা গেলে এরপর থকিই তাইন বাবার থকি আলাদা হয়ে যান। তবে কি কারণে এমনটা হয়েছে সেটা বলতে পারব না।
তবে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে বাংলাদেশ দলের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ বলেন, আমিতো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, পার্থক্য এটাই উনি আমাদের সাথে থাকেন না। মাসে মাসে উনাকে একটা এমাউন্ট দিতে হবে আমি এটা দিচ্ছি। যেহেতু উনি উনার কাজ করবে উনার মতো করে থাকবে সেখানে আমারতো কিছু করার নাই।
উল্লেখ্য, ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার উপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply