খেলাধুলা ডেস্ক :: নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরার কথা থাকলেও আকস্মিক পরিস্থিতির অবনতিতে কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে দেয়। ফলে জামাল ভূঁইয়াসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলেই অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সরকারি সূত্র বলছে, নেপালের রাজনৈতিক পরিবর্তন ও প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তনে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ চলছে।
এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দলের সার্বিক খোঁজখবর নিয়ে দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply