স্পোর্টস প্রতিবেদক :: প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে ১০০তম টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মিস্টার ডিপেন্ডেবল উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিশ্ব টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র ৮২ জন খেলোয়াড় ১০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। সব ঠিক থাকলে তাতে বাংলাদেশের এই ক্রিকেটার যুক্ত হতে যাচ্ছেন।
আগামী ৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর।
দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সিলেটে, দ্বিতীয়টি মিরপুরে। সিলেটে সিরিজের প্রথম টেস্টটি হবে মুশফিকের ৯৯তম। সবকিছু ঠিক থাকলে মিরপুরেই শততম টেস্ট খেলবেন ২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক।
৯৮ টেস্ট খেলে এখন পর্যন্ত ১২ সেঞ্চুরিতে ৬,৩২৮ রান করেছেন ৩৮ পেরোনো এই ব্যাটসম্যান। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলে দেওয়া মুশফিক শুধু টেস্ট থেকেই এখনো অবসর নেননি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply