এইবেলা, হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহমদ আলী শাওন (২২) নামক এক সবজি ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পরদিন তাঁর লাশ পাওয়া গেছে পার্শবর্তী একটি জলাশয়ে। সোমবার (২ নভেম্বর) উপজেলার মরড়া সড়কের পার্শ্বে নাগার্সিপুতা নামক স্থানে বিলের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদ আলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আহমদ আলী একজন সবজি ব্যবসায়ী ও মৃগী রোগী ছিলেন। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। পরে ওই দিন সন্ধ্যায় নিহতের ছোট ভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় তার বড় ভাই নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরী করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কাছ থেকে জেনেছি, সে দীর্ঘদিন যাবত মৃগীরোগী ছিল। হয়তো সে বিলের ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেনি।#
Leave a Reply