এইবেলা কুলাউড়া ::

ব্রিটেনে বসবাসকারী বাঙালি শিক্ষার্থী কুলাউড়ার শবনম আহসান পুষ্প পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ব্রিটিশ লোককাহিনীর অদ্ভুত চরিত্রসমূহ ও জাতীয়তাবাদী চেতনা-এই বিষয় নিয়ে গবেষণার মাধ্যমে তিনি ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ওয়েস্ট ইয়র্কশায়ারের কিথলী শহরে বসবাসরত শবনমের পৈতৃক বাড়ি বৃহত্তর সিলেটের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে। তার বাবা মুহম্মদ আহসান উল্লাহ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। মা সেলিনা উল্লাহ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) উচ্চপদে কর্মরত।
শিক্ষাজীবনে শবনমের সাফল্য দীর্ঘদিনের। পিএইচডির আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ফরাসি সাহিত্যে জয়েন্ট অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন। তার ছোট দুই বোন শাহনাজ ও সাবরীনও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
ব্যক্তিগত জীবনে শবনম বিবাহিতা এবং দুই সন্তানের জননী। তার স্বামী ড. আমিরুল ইসলাম খান লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
শবনম আহসান পুষ্প কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহম্মদ আমান উল্লাহর ভাতিজি এবং যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের শ্যালিকা বলেও জানা গেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply