জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃতি সন্তান ওয়ারিশা রাহমান গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড (জিএসও) ২০২৫-এ স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)–এর সহ-আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বিশ্বব্যাপী ৬ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ওয়ারিশা রাহমান ১৩–১৬ বছর বয়সী বিভাগে বিজ্ঞান ও ব্রেইন গেমস ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে স্বর্ণপদক এবং ব্রেইন গেমস বিভাগে রৌপ্যপদক অর্জন করে।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবেজ (Cybage) এর ভাইস প্রেসিডেন্ট ও লোবাল স্কলার্স অলিম্পিয়াডের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মাহদী উজ জামান, স্পেস ইনোভেশন ক্যাম্প এর প্রেসিডেন্ট ও লোবাল স্কলার অলিম্পিয়াডের কান্ট্রি হেড আরিফুল হাসান অপু।
ওয়ারিশা রাহমানের এ সাফল্য অর্জনে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ওয়ারিশা রাহমান সম্পর্কে আমার নাতনী।ওয়ারিশা রহমানের এই আন্তর্জাতিক সাফল্য অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং জুড়ী উপজেলার জন্য এক অনন্য সম্মান। তার এই কৃতিত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে জুড়ী উপজেলার নাম আরও উজ্জ্বল করবে।
ওয়ারিশা রাহমান জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম চেরাগ মিয়ার প্রপৌত্রী এবং জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মক্তদীর চেয়ারম্যানের মেয়ে হুসনে আরা বেগমের নাতনী এবং আয়শা খাতুন শামুল ও মোস্তাফিজুর রাহমান শাকিল দম্পতির কন্যা।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply