মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::
কুড়িগ্রাম সদর উপজেলার গুরুত্বপূর্ণ ত্রিমোহনী বাজার অবশেষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রচেষ্টায় সদর থানাধীন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ত্রিমোহনী বাজারের পুরোটা সিসিটিভি ক্যামেরার কাভারেজের আওতায় আনা হয়েছে।
বাজারের ব্যবসায়ীদের অর্থায়নে এটা সম্ভব হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুুুপুরে ত্রিমোহনী বাজারে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা চালু করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জনাব উৎপল কুমার রায়ের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম।
তিনি বলেন, কুড়িগ্রামের পুুলিশ উগ্রবাদ, সাম্প্রদায়িকতা , সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গেছে এবং যাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি সদর খান মোঃ শাহরিয়ার , জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জনাব মোঃ জাফর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বেলগাছা ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহবুব রহমান প্রমুখ।
এসময় পুলিশ সুপার জানান, মুজিববর্ষকে ঘিরে জেলা পুলিশের উদ্যোগে কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ সকল বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন, কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply