এইবেলা, বড়লেখা ::
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশ ১শ’ বছর পিছিয়ে থাকতো।
আগামী ’৪১ সালে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি বুধবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদেরকে আরো সচেতন হতে হবে। প্রকৃতি ধংস করায় আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে। নানা রকম প্রাকৃতিক বিপর্য নেমে এসেছে। কোনভাবে টিলা কাটা যাবে না। পাহাড় টিলা কাটা বন্ধে সরকার কঠোর আইন করেছে। পাহাড় টিলা আর প্রাকৃতিক সৌন্দর্য আছে বলেই পর্যটকরা বড়লেখায় আসে। এগুলো নষ্ট করলে একদিকে পরিবেশের নানা বিপর্যয় ঘটবে, অন্যদিকে পর্যটকরা বিমুখ হয়ে পড়বে।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।#
Leave a Reply