আবদুল আহাদ ::
কুলাউড়া থানা পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে পৌর শহরের উত্তর বাজার থেকে তাকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ থানার পশ্চিম ভাদেশ্বর এলাকার মৃত কুতুব আলীর ছেলে ইদ্রিস আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে ১৩ বছরের কারাদণ্ডাদেশও রয়েছে। কিন্তু ইদ্রিস আলী বেশ-ভুশ এবং নাম পাল্টে বেশ দিন থেকে কুলাউড়ায় বসবাস করছে।
শুক্রবার গোপন সংবাদ পেয়ে কুলাউড়া থানার
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই মাসুদ আলম ভূঞা এবং এএসআই তপন দেব কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইদ্রিস আলীকে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত ইদ্রিস আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিআর ১৯৯/২০১২ খ্রিঃ মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং জিআর ১৫৭/১৩ (গোলাপগঞ্জ) মামলায় ০৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ রয়েছে। এছাড়াও এই ইদ্রিস আলীর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা তদন্তাধীন আছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply