এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের আয়োজনে”ফ্লোরা অব জুড়ী উপজেলা” গঠনের লক্ষ্যে জুড়ী উপজেলার বিলুপ্ত উদ্ভিদ বৈচিত্র্য অনুসন্ধানে নমুনা সংরক্ষণের উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক ( বিজ্ঞান) স্বপন কুমার দাশ এর উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম পোর্ট অথরিটি (এডমিন এন্ড প্ল্যানিং) সাবেক সদস্য বীর মুক্তিযোদ্বা হাদী হোসেন বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্টাতা ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্টাতা সদস্য এম এ মুজিব মাহবুব,সহকারী অধ্যাপক মোঃ মোয়াজ্জিন হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাই,সহকারী অধ্যাপক হিরন্ময় দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম। ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ বিজ্ঞান শাখার ছাত্র হাসানুজ্জামান সোহেল, স্কাউটসের প্রেসিডেন্ট এওয়ার্ড প্রাপ্ত ছাত্রী পারিজাত চন্দ্রাননা অর্চি, ফাতেমা ইসলাম জুই।
জানা যায়, “ফ্লোরা অব জুড়ী” নামক সংরক্ষণ শালা তৈরি করতে যাচ্ছে অত্র কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা । যার মাধ্যমে জুড়ী সহ দেশের অনেক বিলুপ্ত প্রজাতির প্রাণী,উদ্ভিদ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply