জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সততা, সাহস ও নিষ্ঠাই নির্বাচনী দায়িত্ব পালনকারিদের বড় শক্তি -মৌলভীবাজার জেলা প্রশাসক মৌলভীবাজার-১ আসন- বড়লেখা বিএনপিতে ঐক্য, দলের প্রার্থীর পক্ষে অভিমানী নেতারাও নামছেন প্রচারণায় কুড়িগ্রামে সড়কে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে নির্মাণ কাজ সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের গণজোয়ার–কলিম উদ্দিন মিলন কুলাউড়ায় এক পাগলা কুকুরের কামড়ে আহত ৪৯ দুর্নীতিমুক্ত ইনসাফ ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই–মাওলানা মামুনুল হক জয় দিয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে: নাহিদ ইসলাম ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

  • সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual1 Ad Code

মৌলভীবাজারে জুড়ী হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (রেল ষ্টেশন)খেলার মাঠ গর্ত করে মাটি কাটা ও জবর দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।

Manual1 Ad Code

জুড়ী উপজেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি, জুড়ী উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রিকেটার মাহবুবুল ইসলাম কাজলের সভাপতিত্বে জুড়ী উপজেলার তরুন সংগঠক,উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন ফুটবলার, ক্রিকেটার মহরম মজুমদার ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ মইজন, আওয়ামীলীগনেতা আব্দুল লতিফ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, পঃজুড়ী ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেঃ জহিরুল ইসলাম সরকার, ক্রিকেটার জাকির আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রিকেটার আরিফুল ইসলাম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম পলাশ, মানব ঠিকানা প্রতিনিধি হারিছ মোহাম্মদ, জায়ফরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চিকন, রাজিব আহমদ,জুড়ী উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ( কোয়াব) এর সভাপতি আব্দুল আউয়াল।

Manual5 Ad Code

মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান বলেন, এ মাঠে গত ৩৪ বছর যাবত জুড়ী উপজেলার ছেলেরা খেলাধুলা করে আসছে। কার ইন্ধনে কার সাহসে জুড়ীর এই ঐতিহ্যবাহী এ মাঠে মাটি কাটে আমি তা খোজে বের করব। তোমরা আমার সাথে থাকবে, আমি আজকের মধ্যে এ মাঠে লাল পতাকা দিয়ে চিহৃিত করবো। আমি যতদিন আছি ততদিন কেউ এ মাঠ দখল করতে পারবেনা।

পঃজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ মইজন বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন ১৯৮৫ সালে হরিরামপুর গ্রামের আইয়ুব আলী সাহেবের নিকট থেকে ৩৮ শতক জমি ইউনিয়ন পরিষদে একটি রেজুলেশন এর মাধ্যমে ২২ হাজার টাকা নগদ পরিশোধ করে ক্রয় করি। আমি চেয়ারম্যান থাকাবস্হায় কয়েকবার ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাঠি ভরাট করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলার ব্যবস্থা করে দেই। পরবর্তীতে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মুমিত আসুক সাহেব ও এই মাঠের উন্নয়ন কর্মকা- করেছেন। এখন মরহুম আইয়ুব আলীর উত্তরাধিকার নাজিম উদ্দীন ভুলন গংরা ৩৪ বছর পর ঐতিহ্যবাহী মাঠটি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।আমরা মাঠ দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠ দখলের প্রতিবাদ জানান।

মানববন্ধন প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পঃজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু বলেন, বিদ্যালয়ের মাঠ কেউ দখল করে নাই।বিদ্যালয়ের ৩৩ শতক জমি বিদ্যালয়ের দখলে রয়েছে। বিদ্যালয়ের দক্ষিণ সীমানায় একটি গোপাট ছিল। যা বর্তমানে ভরাট হয়ে যাওয়ায় রেল লাইনের নীচের নালা হতে জুড়ী নদীতে পানি নিষ্কাশন হচ্ছে না। বাকি জমি ১৭৫ নং খতিয়ানের আর এস দাগ নং ১৩০ আইয়ুব আলীর পুত্র মৌলা মিয়া নামের রেকর্ডীয় মালিকানাধীন। ১৯৯৫ সালে বড়লেখা উপজেলা সেটেলম্যান্ট জরিপ হয়। তিনি প্রশ্ন করেন, তৎকালিন সময়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন অত্র এলাকার প্রবীণ ব্যক্তি(অবঃ) মোঃ সুলেমান মজুমদার। তিনি ৩৩ শতকের বাহিরে বিদ্যালয়ের কোনো জমি রেকর্ড করে গেলেন না কেনে? তিনি আরও বলেন, মাননীয় পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ৭ টন গম বরাদ্দ দিয়েছেন।আমরা বিদ্যালয়ের নির্ধারিত মাঠ ভরাটের কাজ করে যাচ্ছি।

Manual7 Ad Code

মাঠ দখলকারী হিসেবে অভিযুক্ত ব্যক্তি মৌলা মিয়ার পুত্র নাজিম উদ্দীন বলেন, আমার পিতার নামীয় ১৯ শতক রেকর্ডভুক্ত জমি হইতে বিদ্যালয়ের মাঠ ভরাটের উন্নয়নে কিছু মাটি দিতে গেলে কিছু মানুষ অভিযোগ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, জনৈক নাজিম উদ্দীন কে অনুমতি ছাড়া জমির শ্রেণী পরিবর্তন না করতে নির্দেশ প্রদান করা হয়। মাঠের বিষয়ে উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!