বিশেষ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনিকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রতীক ও প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করায় বুধবার ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিকাশ ভৌমিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান (সুমন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “কুলাউড়া পৌরসভা নির্বাচনে আপনি আব্দুল্লাহ আল মনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত দলীয় নৌকা মার্কার প্রার্থী সিপার উদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর নারকেল গাছ মার্কায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যা বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিরোধী।
এমতাবস্থায় আপনাকে (আব্দুল্লাহ আল মনি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য পদসহ কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের পদ-পদবী হতে বহিষ্কার করা হইলো।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply