এইবেলা, সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের বনগাঁও সীমান্ত এলাকায় গরু চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের সময় বিজিবির গুলিতে কামাল মিয়া নামে একজন নিহত হয়েছে।
শনিবার ০৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া স্থানীয় ইসলামপুর এলাকার বাসিন্দা।
সুনামগঞ্জের বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম যুগান্তরকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে ৩০টির মতো গরু নিয়ে চোরাকারবারিরা বনগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
একপর্যায়ে স্থানীয় চোরাকারবারিদের গডফাদার হিসেবে পরিচিত কামাল মিয়া রামদা নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ করে। এক বিজিবি সদস্যের মাথায় আঘাত করতে চাইলে হাত দিয়ে ফেরাতে গিয়ে হাতে দায়ের আঘাত লাগে।
পরবর্তীতে আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে বিজিবির ওপর চড়াও হলে বিজিবি ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে যায়। পরে আহত কামাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply