উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি ::
ছেলে ও তার বউয়ের অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতির (৮০) পাশে দাঁড়িয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
গত ৬ মার্চ নড়াইলের বিষ্ণুপুর গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী ফুলমতি তার ওপরে নির্যাতনের বিষয়টি গোপনে পুলিশ সুপারকে অবহিত করেন।
পুলিশ সুপার তখনই সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেনকে নির্দেশ দেন বৃদ্ধাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিতে।
এরপর ওই বৃদ্ধার নিয়মিত খোঁজ খবর নিতো পুলিশ। পুলিশ সুপার নিজেই তার বাড়িতে যান এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার কোনো সমস্যা হচ্ছে কি-না তাও জানতে চান। পুলিশ সুপার তার জন্যে কিছু ফলমূলও নিয়ে যান।
পুলিশ সুপারের উপস্থিতিতে বেশ খুশি হন বৃদ্ধা। তিনি পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply