নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
করোনা সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে স্লোগান দেওয়া হয় পড়লে মাস্ক নিয়মিত, করোনা হবে বিতারিত। মাস্ক পড়া নিশ্চিত করি, কোভিড মুক্ত দেশ গড়ি। নিয়মিত মাস্ক পড়বো, স্বাস্থ্য বিধি মেনে চলবো। নাকে মুখে মাস্ক, করোনা নিপাত যাক। মাস্ক পড়া অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ। করোনা নিপাত যাক, জীবন ধারা মুক্তি পাক। মাস্ক পড়া ছাড়বো না, রুখতে হবে করোনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ও মমতাজ বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ওসি তদন্ত মোজাম্মেল হক প্রমুখ। #
Leave a Reply