কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নেয়া মিলন মিয়া (২৫) নামে এক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বিজিবি।
রোববার সন্ধ্যায় ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ৯৪৬এর ৩ এস পিলারের পাশে আহত ওই ভারতী যুবকে বিএসএফের কাছে হতান্তর করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আত্ম গোপনে চিকিৎসা নেয়।
হস্তান্তর কালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির। ভারতীয় ১৯২ ব্যাটেলিয়ানের এসি নিতিশ কুমার প্রমুখ ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply