এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই বছর আগে শুরু হওয়া কাজ এরমধ্যে এখন পর্যন্ত মাত্র অর্ধেক কাজও শেষ হয়নি।
কাজের ধীরগতিতে এলাকাবাসীর দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলা সদর থেকে বটুলি শুল্ক স্টেশন পর্যন্ত ভাঙাচোরা প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রশস্থ ও মজুবতকরণের কাজ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়। এর ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ৭২ কোটি টাকা। গত ৩-৪ দিনের টানা বৃষ্টিপাতের ফলে এই সড়ক দিয়ে যান চলাচল শুধু বন্ধ হয়নি, মানুষের হাটাচলাও দুষ্কর হয়ে পড়েছে।#
Leave a Reply