আব্দুর রব, বড়লেখা :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। অর্থনৈতিকভাবে আমরা উন্নতি লাভ করেছি। দেশের রিজার্ভ এখন প্রায় ৪৮ বিলিয়ন টাকা। বাংলাদেশ এখন আর কোন গরিব রাষ্ট্র নয়, বিদেশের কাছে আমাদের হাত পাততে হয় না। আমরা ঋণ নেই না, বরং বিদেশে ঋণ দিচ্ছি। কিছু দিন আগে আমরা শ্রীলংকাকে ঋণ দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
পরিবেশ মন্ত্রী শনিবার দুপুরে বড়লেখা পৌরসভায় ৬ লাখ লিটার ধারণ ক্ষমতার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ খালেদুজ্জামান।
বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ পানি সরবরাহ লাইনটির নির্মাণ কাজের বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি টাকা। এছাড়া স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ কোটি টাকা।
পরিবেশমন্ত্রী আরো বলেন, বড়লেখা পৌরসভা ইতিমধ্যে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। দ্রুত সময়ে ‘এ’ গ্রেডে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য তার মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পৌরকর্তৃপক্ষ জায়গার ব্যবস্থা করলেই অর্থ ছাড় দেওয়া হবে।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রাক্কলনিক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলার কবির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, প্রকল্পের ঠিকাদার মো. আদেল হোসেন, ঠিকাদার জালাল আহমদ প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply