মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সকালে ক্লিনার নারী ওয়ার্ডের ওয়াশরুম পরিষ্কার করতে গিয়ে কমোডে একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়।
রোববার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নবজাতকটির কোনও পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, শনিবার দিবাগত রাতের কোনও এক সময় বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশরুমে ফেলে গেছে।
তিনি জানান,আমরা পুলিশকে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।
তবে গাইনি ও প্রসূতি ওয়ার্ড নিশ্চিত করেছে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি।
কুড়িগ্রাম সদর থানা এসআই জাহিদ বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply