কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ ফেব্রুয়ারি বুধবার “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি খামারীরা তাদের প্রাণি প্রদর্শন করে।
সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ ।
আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক এমদাদুল হক, খামারী আশরাফুজ্জামান প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারী সার্জন ডাঃ মাহমুদুল হাসান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সাংবাদিক রতি কান্ত রায়, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমূখ।#
Leave a Reply