এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত।
৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাষন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জুড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
তিনি বলেন, করোনার কারনে মানুষের জীবন মান স্মিমিত হয়ে পড়েছে। সারা বিশ্ব ও আজ এ অবস্থা ভোগ করছে। আশা করি এই অবস্থার পরিবর্তন হয়ে যাবে। এ দেশের বিশাল একটা জনগোষ্ঠী চা শ্রমিক। এই সরকারের আমলে তাদের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে। অনেকে উচ্চ পর্যায়ে চাকরি ও করতেছে। শেখ হাসিনার সরকারই তাদের জন্য কাজ করে। সরকার ক্ষমতায় থাকলে চা শ্রমিক দের জীবনযাত্রার উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন মাসুক আহমদ ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতা রাকেশ পাল, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় ২ শত ৩১ জন কে ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকা বিতরন করা হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply