জুড়ী প্রতিনিধি::
জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ জুলাই উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো আবু ইউসুফ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সামছুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুজ্জামান, বাহাদুরপুর মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল লতিফ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্বোধন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
Leave a Reply