জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার উদ্যোগে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় ১লা অক্টোবর শনিবার প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিভাগের ৩৩ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাব জুড়ীর সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুসুদুর রহমান মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুশতাক আহমদ মম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ ইসহাক আলী, সমাজসেবক লিয়াকত আলী, এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলী ও জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ প্রমুখ।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন নারায়ণগঞ্জের দাবাড়ু মোঃ আবু হানিফ, ২য় হোন সুনামগঞ্জের দাবাড়ু শতদ্রু শোভন দে, ৩য় হোন সুনামগঞ্জের দাবাড়ু টুটুল ধর, ৪র্থ হোন রাজনগর, মৌলভীবাজারের দাবাড়ু ওয়াজিউল মেহেদী, ৫ম হোন ঢাকার দাবাড়ু মোঃ মাসুম হোসাইন, ৬ষ্ট হোন সিলেটের দাবাড়ু সনাতন জাহিদ, ৭ম হোন কুলাউড়া, মৌলভীবাজারের দাবাড়ু মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ, ৮ম হোন রংপুরের দাবাড়ু ফয়সল হোসাইন। জুড়ী উপজেলার জন্য নির্ধারিত দুটি পুরস্কার এর মধ্যে একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করায় জাকারিয়া মাসুদ ও বড়লেখা উপজেলার একমাত্র মহিলা দাবাড়ু হামিদা বেগম ঝুমাকে প্রদান করা হয়। খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী, তাকে সহযোগিতা করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সহ-সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply