সাবেক এমপি এম নাসের রহমানের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজ বড়লেখা মুক্ত দিবস : মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আলোচনা সভা প্রয়াত ডা. পবন চন্দ্র দেবনাথের ছোট ভাই ব্রজেন্দ্র দেবনাথ আর নেই কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে রেলওয়ে সচিব- সম্পন্নের ডেডলাইনেও বাস্তবায়ন নিয়ে সংশয় বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা শেষে ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ায় আদালতের নির্দেশনা ভঙ্গ করে কৃষকদের জমিতে ফসল রোপণের অভিযোগ ছাতকের ইউএনও’কে বিদায় সংবর্ধনা প্রদান ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য ও ভারতীয় শাড়ি উদ্ধার সহকারি শিক্ষকদের সাটডাউন- বড়লেখায় কক্ষের তালা ভেঙ্গে পরীক্ষা নেওয়ালেন অভিভাবকরা কুলাউড়ার মুরইছড়া  সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে  যুবক নিহত কুলাউড়ায় নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং

সাবেক এমপি এম নাসের রহমানের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code
এম ইদ্রিস আলী :: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।
সোমবার রাতে  প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি  সাবেক এমপি এম নাসের রহমান। এসময় তাঁর সঙ্গে   মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পূজা মণ্ডপ পরিদর্শনে যান।
রাত সাড়ে নয়টারদিকে মৌলভীবাজার শহরের কালীবাড়ি,কেন্দ্রীয় দূর্গাবাড়ী,রামকৃষ্ণ মিশন,সুহৃদসংঘ,সৎ সংঘ সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনকালে এম নাসের রহমান  পুজা কমিটি ও হিন্দু সম্প্রদায়ের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ।
এর আগে মৌলভীবাজার সদর-রাজনগর আসনের সাবেক এমপি এম নাসের রহমান  রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচগাও পূজামন্ডপ পরিদর্শনে যান। এর পর তিনি রাজনগর উপজেলার সনাতন ধর্মমন্দিরসহবেশ কয়েকটি পূজা মন্ডপ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন।
 পূজামণ্ডপে গিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও শুভেচ্ছা জানান তিনি । এ সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাতে মৌলভীবাজার শহরের সৎসংঘ পূজা মন্ডপ পরিদর্শন শেষে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে নাসের রহমান  বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বী একত্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। আমরা এদেশে কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেইনি।
তিনি বলেন,  আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট সুনীল কুমার দাশ, সহ সভাপতি মো. হেলু মিয়া,দপ্তরের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল, সহ দপ্তর সম্পাদক রুনু কান্তি দত্ত, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার শৈলেন্দ্র কুমার পাল,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো.জিতু মিয়া,সাধারণ সম্পাদক  মো.আব্বাস উদ্দিন মাস্টার,সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী,দপ্তর সম্পাদক এডভোকেট রুপক দেব ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
 পূজা মণ্ডপ পরিদর্শনের পরে  তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে এ দেশের সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। অথচ আওয়ামী লীগ স্বাধীনতার ৫০ বছরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে একনায়কতন্ত্র রাষ্ট্রতে পরিণত করতে চায়।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছে। একই ভাবে মিথ্যা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এখন প্রবাস জীবন কাটাচ্ছেন। তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার  এদেশের গনতন্ত্র কামী  হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতন করছে।
তিনি আরও বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে পরাজিত করে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে যখন এই দানব সরকার নির্যাতন করছে সেই সময়ে এই উৎসবের মধ্যেও অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে আমরা শপথ নেব আগামী দিনে এই অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায়ের মানবিক মুল্যবোধকে প্রতিষ্ঠা করার।#

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!