মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার আওতাধীন জনতা ব্যাংকের সকল শাখার কর্মকতা, কর্মচারী ও তাদের পরিবার নিয়ে বাৎসরিক আনন্দ মেলা ২০২৩ গত ৪ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার মনু, কুশিয়ারা এবং কাউয়া দিঘি হাওরের মিলনস্থল প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলা ভুমি পাউবির কাশিমপুর পাম্প হাউস এলাকায় সম্পন্ন হয়েছে।
জনতা পরিবারের সকল বয়েসি সদস্যদের প্রানবন্ত উপস্থিতিতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে আগত জনতা পরিবারের সকল সদস্য। মৌলভীবাজার এরিয়া প্রধান সহকারী মহা ব্যাবস্থাপক মো আব্দুল হামিদের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক সিলেট বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ।
মৌলভীবাজার করপোরেট শাখা প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো: আক্তার হোসেনের সভাপতিত্বে এবং জুড়ী শাখার ব্যবস্থাপক আবুল কালামও প্রিন্সিপাল অফিসার মো. সালাউদ্দিনের উপস্থাপনায় অনুস্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া শাখার ব্যবস্থাপক তাহমিনা আক্তার, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো বজলুর রশিদ, রাজনগর শাখার ব্যবস্থাপক চামেলি রানী দেব, বড়লেখা শাখার ব্যবস্থাপক পিযুস কান্তি দাস, ভানুগাছ শাখার ব্যবস্থাপক তমাল দত্ত, গোরারাই শাখার ব্যবস্থাপক মো আলাল উদ্দিন। জায়ফর নগর শাখার ব্যাবস্থাপক মিনাল কান্তি দেবনাথ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের এ, এস পি শহিদুল হক মুন্সি, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক মো. মানজুরুল হক, পাউবি কমকর্তা বি এম আখতার সিদ্দিকী, জনতা ব্যাংক কমকর্তা তাহেরা তাসনিম তপম কুমার, স্টিফেন পলাশ ব্যারেল, রঞ্জন কান্তি সরকার, বায়োজিদ বোস্তামি, অভিরাম করমকার, জহিরুল ইসলাম। উরমিলা রায়, প্রিতম দেবনাথ।
অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ র্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।#
Leave a Reply