রতি রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১০ টায় পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন।
পুষ্পার্ঘ্য অর্পনের পর এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান লিটু, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন প্রমূখ।
এসময় যুব উন্নয়ন অফিসের প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জন তরুন উদ্যোক্তার ৭ লক্ষ ১০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এর আগে সকাল ৯ টায় উপজেলার সর্ববৃহত শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নূর ইসলাম শেখ, সদস্য নজরুল ইসলাম বকসী, সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, প্রভাষক জাকারিয়া মিঞা ও শিক্ষার্থী সোলায়মান কবীর।
এরপর প্রতিষ্ঠানটির স্কাউট সদস্যরা উপজেলা সদরে সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করে। এরপর সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
এইবেলা/আরআর/জেএইচজে
Leave a Reply