নিশাত আনজুমান , আক্কেলপুর (জয়পুরহাট):: জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন শেষে উপজেলা নিবার্হী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় “আমার মুজিব” রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন প্রমুখ।
এইবেলা/এনএ/জেএইচজে
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply