জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মইন উদ্দিন (৬৫) ও হেসনু বেগম (৫৮) নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মো. মইন উদ্দিন (৬৫) গাছের ডাল কাটতে গিয়ে তা বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিঁড়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী হেসনু বেগম (৫৮) তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দম্পতিকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply