বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে আহত করে ফেলে গেল বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী)। সোমবার গভীর রাতে সীমান্ত পিলার ১৮০১/এমপি এলাকা থেকে লাঠিটিলা বিজিবি তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। চিকিৎসা শেষে ভারতে অবৈধ প্রবেশের দায়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে।
এরা হচ্ছে- কুড়িগ্রাম জেলার বুড়িগঙ্গামারি উপজেলার আটঘরিয়া পাড়া গ্রামের আনসের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও খুলনা জেলা সদর এলাকার মৃত আজগর শেখের ছেলে হৃদয় শেখ (২৩)।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, বিজিবি লাঠিটিলা বিওপিতে স্থানীয় জনসাধারণ জানান, জুড়ী উপজেলার দক্ষিণ কচুরগুল নামক স্থানে বাংলাদেশি এক যুবক ভারত হতে আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশ করায় স্থানীয় লোকজন তাকে আটক করে রেখেছে। উক্ত সংবাদে লাঠিটিলা বিওপি’র টহলদল স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে জানতে পারে গত ২২ জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে জাহাঙ্গীর আলী (২৪) ও হৃদয় শেখ (২৩) অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় আগরতলা বিএসএফ তাদেরকে আটক করে শারিরীক নির্যাতন চালায়। পরবর্তীতে সোমবার গভীর রাতে সীমান্ত পিলার ১৮০১/এমপি এর নিকটবর্তী এলাকা দিয়ে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের তারেকপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তারকাটার গেইট খুলে দিয়ে নালাপুঞ্জি নামক স্থান দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। আহত জাহাঙ্গীর আলম (২৪) সীমান্ত পিলার ১৮০১/এম এর নিকটবর্তী তালনদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও তার বন্ধু হৃদয় শেখ (২৩) নদী হতে উঠতে পারেনি। পরবর্তীতে লাঠিটিলা কোম্পানী কমান্ডার হৃদয় শেখকে আহত অবস্থায় তালনদী হতে উদ্ধার করে তাদের দুইজনকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহিব্বুল ইসলাম খাঁন সোমবার বিকেলে জানান, জুড়ী সীমান্ত এলাকা থেকে উদ্ধার আহত দুই বাংলাদেশি যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে বিজিবি তাদেরকে থানা পুলিশে সোপর্দ করবে।
Leave a Reply