জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের আশেপাশের ফুটপাতে বসা অবৈধ হকারদের ও দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এক অভিযানে এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী অফিসের উপ সহকারী প্রকৌশলী মো আনসারুল কবির শামীম ও জুড়ী থানার একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, জুড়ী উপজেলার মূল বাজার কামিনীগঞ্জ। কামিনীগঞ্জ বাজার ও বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরের ফুটপাতে হকার বসেছে। যার কারনে পথচারী মানুষের কষ্ট হয়। এসব কথা চিন্তা করে হকার উচ্ছেদের অভিযান পরিচালনা করা হয়। দোকানগুলোতে যাদের অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী সময়ে ভবানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হবে।#
Leave a Reply