মৌলভীবাজারে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক মৌলভীবাজারে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।‌ বুধবার (০১ নভেম্বর) বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সকাল ১০টার দিকে কুলাউড়া শহরের বিছরাকান্দি এলাকা থেকে সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া রাজনগর থেকে মো. লিটন মিয়া ও তাহমিদ আহমদ বিএনপি কর্মী এবং মৌলভীবাজার সদর উপজেলা থেকে শ্রমিকদল সদস্য জহির মিয়া ও জেলা প্রজন্মদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মামুনকে আটক করে পুলিশ।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, সড়ক অবরোধ করে পিকেটিং করছিলো বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews