এইবেলা, মৌলভীবাজার :: সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এম এ রহিম সিআইপি।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ।#
Leave a Reply