এইবেলা, মাধবপুর ::
হবিগঞ্জের মাধবপুরে আবদুল জাহের মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর (বারুইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে জাহের মিয়া রাতে বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
এসআই আতিকুর আরও জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
Leave a Reply