জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের আতিয়াবাগ চা বাগান ফ্যাক্টরীর পাশে আসুক আহমদের একটি বড় টেশনারির দোকানে মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময় নজরুল ইসলাম নানুর দোকানের আংশিক টিনের চালা পুড়ে যায়।
জানা যায়, রবিবার ভোর প্রায় সাড় ৩টার দিকে আগুন লাগে ওই সময় আতিয়াবাগ চা বাগান ফ্যাক্টরি পাহাড়াদার আগুন দেখে দোকানের মালিক আসুক আহমদ ফোন করে জানায়। পরে আসুক আহমদের ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনুকে জানালে সাথে সাথে জুড়ী ফায়ার স্টেশনে ফোন দিলে জুড়ী ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
দোকানের মালিক আসুক আহমদের ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু বলেন, রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে গিয়ে দেখি সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। দোকানে চাল,ডাল সহ সব ধরনের পন্য ছিল এ দোকানে। বিদ্যুৎ থেকে আগুন লাগে নি। আমাদের সাথে কিছু মানুষের শত্রুতা রয়েছে তারাই হয়তো আগুন দিয়েছে। আসুক আহমদের দাবী প্রায় ২০-২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাব অফিসার এস এম শামীম বলেন, রাত ৩টা ৫১ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিভাতে সক্ষম হই। দোকানের মালিক আসুক মিয়া কিভাবে আগুন লেগেছে বলতে পারেন নি তবে তিনি মনে করছেন প্রতিহিংসার কারনে কেউ আগুন দিতে পারে। ওই আগুনে ক্ষয়কতির পরিমান আনুমানিক একলাখ টাকা।
সকালে জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল আহমদ পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শন করেছেন।
জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply