ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বর্তমান এমপি মোকাব্বির খানসহ জামানত হারালেন ৫ সংসদ সদস্য প্রার্থী। নির্বাচনী আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কিংবা ৮ শতাংশ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দল থেকে মনোনয় নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ প্রার্থী। তার মধ্যে ৭৮৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান ট্রাক প্রতীক নিয়ে ১৬৬৬১ ভোট পান।
সিলেট-২ আসনে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথে ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন ভোটারের মধ্যে ১২৮টি কেন্দ্রে ১ লাখ ৬ হাজার ৮৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বতর্মান এমপি গণফোরামের মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে ১৯২২ ভোট, তৃণমূল বিএনপির আব্দুর মল্লিক সোনালী আঁশ প্রতীকে ৯৪৪ ভোট, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে ৬৮৭৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো: জহির ডাব প্রতীকে ১৮৫ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মো: মনোয়ার হোসাইন আম প্রতীকে
নিয়ে ২৫৩ ভোট পান।
নির্বাচনী আইন অনুযায়ী সিলেট-২ আসনে প্রদত্ত ১ লাখ ৬ হাজার ৮৪৭ ভোটের মধ্যে ৮ শতাংশ ১৩৩৫৫ ভোট না পাওয়ায় এই ৫ প্রার্থী তাদের জামানত হারান।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply