আল আমিন আহমদ:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪নং, ৫নং, ৬ নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি)
যে ভাবে দিন-রাত পাহাড়া দিয়ে আমাদের সীমান্তে নিরাপদ রাখেন বিভিন্ন অপরাধ দমনে তেমনি ৫২ বিজিবি
প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে প্রতি বছর রমজান মাসে ও শীতের সময় এবং যে কোন দুর্যোগের সময় অসহায় সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সীমান্ত রক্ষার পাশা-পাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমরা ৫২ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ডাকটিলা বিওপি’র শীতবস্ত্র বিতরণে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন। ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply