এইবেলা স্পোর্টস :: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য সবার শেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ৫ ক্রিকেটারের। তারা হলো আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খানের।
শুক্রবার (২৪ মে) দুই ঘণ্টার বৈঠক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। বৈঠকে ছিলেন সাবেক তারকা ক্রিকেটার আব্দুল রাজ্জাক, আসাদ শফিক, অধিনায়ক বাবর আজম, বিলাল আফজাল, কোজ গ্যারি কার্স্টেন, মোহাম্মদ ইউসুফ, ওহাব রিয়াজ।
মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম সর্বশেষ ২০১৬ এবং ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১৫ সদস্যের মধ্যে বাকি আটজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন।
বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর ১২ ও ১৬ জুন কানাডা ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমরা।
বিশ্বকাপে পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান।
Leave a Reply