সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পানিতে ডুবে শনিবার ২৮ সেপ্টেম্বর দুই শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা হলো, উপজেলার রাধানগর গ্রামের ফজলুল হকের ছেলে ইউনুছ মিয়া (৮) একই উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে আরাফাত হাসান মেহেদী (৭)। নিহত দুই শিশু সম্পর্কে মামাত -ফুফাত ভাই।
নিহত শিশুদের পারিবারিক সুত্র জানায়, সম্পর্কে মামাত-ফুফাত দুই ভাই ইউনুছ ও আরাফাত হোসেন মেহেদী পরিবারের সবার অলক্ষে উপজেলার রাধানগর গ্রামের সামনে থাকা খরচার হাওরের পানিতে ডুবে গিয়ে শনিবার দুপুরে নিখোঁজ হয়। এরপর গ্রামের লোকজন ও স্বজনরা সন্ধান চালিয়ে খরচার হাওর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান দুই শিশুর খরচার হাওরে পানিতে ডুবে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply