ক্যাম্পাস প্রতিনিধি, নিটার ::: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ গত ২৫ নভেম্বর, শুক্রবার নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি) কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “লিজেন্ডস প্রিমিয়ার লীগ-২০২৪”। বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া-অনুরাগী তৈরি করার লক্ষ্যে নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি) বরাবরই এ ধরনের আয়োজন করে থাকে।
পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাব সাধারণত অনলাইন এবং অফলাইনে ক্রীড়া বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় নিটারে প্রথমবারের মতো লিজেন্ডস প্রিমিয়ার লীগ-২০২৪ এর আয়োজন করেছে তারা।
উক্ত ফুটবল টুর্নামেন্টটিতে নিটারের ১ম ব্যাচ থেকে ৯ম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে; ও ২৫ সারাদিন ব্যাপী নিটারের সেন্ট্রাল ফিল্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, এই ধরনের ইভেন্টগুলো ভবিষ্যতে আরও নিয়মিত আয়োজন করার চেষ্টা করবে তারা, যেখানে আরও বেশি শিক্ষার্থী দর্শক হিসেবে অংশগ্রহণ করবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply