মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বোর্ড পরিচালক ও সভাপতি মিজানুর রহমান চকদারের অপসারণ চেযেছেন মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্ররা। তার অপসারণ চেয়ে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবর বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় বোর্ড পরিচালক সভাপতি মিজানুর রহমান চকদার দীর্ঘ দিন ধরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে সমিতির সুনাম নষ্ট করে যাচ্ছে।বিভিন্ন জাল জালিয়াতির কারনে তার বিরুদ্ধ একাধিক মামলা হয়েছে। জালিয়াতির মামলায় ১৭ এপ্রিল হবিগঞ্জ আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
অভিযোগকারি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সিরাজুল ইসলাম বলেন,মাধবপুরে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকে নস্যাৎ করার লক্ষে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চকদার সরাসরি মারামারি, ভাংচুর ও ডাকবাংলো অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল।এ ঘটনায় তার বিরুদ্ধে মাধবপুর থানার মামলায় তিনি এজাহারভুক্ত ৩২ নং আসামী। তাকে দ্রুত অপসারণ করা না হলে ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বোর্ড সভাপতি মিজানুর রহমান চকদার বলেন, তিনি অনিয়মের সঙ্গে জড়িত নন।তদন্ত করা হলে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবেনা।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক গোলাম কাউসার তালুকদার বলেন, অভিযোগ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সমিতির বিধি অনুসারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply