এইবেলা, শ্রীমঙ্গল ::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, ‘বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। তা-ই এ দলটির রাজনৈতিক অপমৃত্যু ঘটেছে৷
নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসের রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারীনি হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যতো বেশি জেলখানায় ছিল, সে ততো বেশি মূল্যায়িত হবে। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবীসহ কমিটিতে স্থান দিতে হবে।’
এসময় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply